বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইনডোর গেমসের পুরস্কার বিতরণী

প্রকাশিত: মে ২৩, ২০২৩; সময়: ৬:৪৫ অপরাহ্ণ |
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইনডোর গেমসের পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক : বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইনডোর গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মে (রোববার) সকাল ১১টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইনডোর গেমস স্প্রিং-২০২৩ সেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. ফয়জার রহমান, রেজিস্টার সুরঞ্জিত মন্ডল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. হাবিবুল্লাহসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিগণ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার আবশ্যিকতা তুলে ধরেন। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে পঠন-পাঠনের বাইরে বিভিন্ন এক্সট্রা ও কো-কারিকুলার কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।

এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের স্বল্পমূল্যে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে যে বদ্ধপরিকর, সে কথা মনে করিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৩ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ জুলাই। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে