বেলকুচি পৌরসভা মেয়রের সংবাদ সম্মেলন

প্রকাশিত: মে ২৩, ২০২৩; সময়: ৬:২৬ অপরাহ্ণ |
বেলকুচি পৌরসভা মেয়রের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সড়কে স্থায়ী তোরণ অপসারনের জন্য স্থানীয় সংসদ সদস্যকে পৌরসভা কর্তৃপক্ষ নোটিশ দেয়াকে কেন্দ্র করে মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেলকুচি পৌরসভার মেয়র মো: সাজ্জাদুল হক রেজা।

মঙ্গলবার দুপুরে পৌর ভবনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র জানান, একটি কুচক্রী মহল জননেত্রী শেখ হাসিনার আধুনিক ও পরিচ্ছন্ন নগরায়ন ও উন্নয়নকে বাধাগ্রস্থ করে আমাকে ও স্থানীয় সরকারের পৌরসভার সকল কার্যক্রম ব্যহত করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সরকারের অধিনে পৌরসভার যে কোন উন্নয়নমূলক কাজের জন্য এমপি মহোদয়ের ডিও লেটারের প্রয়োজন হয়। তিনি পৌরসভার উন্নয়নের কোন প্রকার ডিও লেটার প্রদান করেন না। তাতে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাঁধাগ্রস্থ হচ্ছে।

স্থানীয় পরিবহন মালিক শ্রমিক ও সাধারনের মানুষের অভিযোগের ভিত্তিতে স্থানীয় সংসদ সদস্যের নির্মিত স্থায়ী তোরণ অপসারনের নোটিশ করলে তার সর্মথকরাই পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আহত। উল্টো তারাই আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের হেনস্থা করছে। জনগনকে সাথে নিয়ে তিনি পৌরসভার উন্নয়ন করতে চান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে