রাজশাহী মেডিকেলে রোগি পেটানো সেই কর্মচারি চাকুরিচ্যুত

প্রকাশিত: মে ২১, ২০২৩; সময়: ১১:২১ অপরাহ্ণ |
রাজশাহী মেডিকেলে রোগি পেটানো সেই কর্মচারি চাকুরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক রোগি ও অভিভাবককে পেটানো সেই দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারিকে চাকুরিচ্যুত করা হয়েছে। রবিবার রামেক হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারির নাম শামীম।

রামেক হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনার পরে রোগির পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই করে কর্মচারী শামিমকে দোষি পাওয়া যায়। সে কারণে রবিবার তাকে চাকুরিচ্যুত করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রামেক হাসপাতালের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগি রোগি রামেক হাসপাতালের পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শারীরিক সমস্যার জন্য নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকার রোগি রিপন (৪৫) গত ১৬ মে রামেক হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রিপন ওয়ার্ডের বাইরে বের হওয়ার সময় দেখতে পান রামেক হাসপাতালের দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারি শামীমের বোন শামিমা খাতুন বেসিন নোংরা করে সেখানে থালা বাসুন ধোয়ার কাজ করছেন। এসময় রোগি রিপন তাকে বেসনে থালা বাসন ধুতে নিষেধ করেন। তিনি বলেন, এখানে হাসপাতালের রোগি ও অভিভাবকরা হাতমুখ ধোয়ার কাজ করেন। সেখানে থালা বাসসন ধুলে বেসিন নোংরা হবে।

এ কথা বলার পর কর্মচারি শামীমের বোন শামিমা খাতুন রোগি রিপনকে অকথ্য ভাষায় গালাগালি করেন। পরে শামিমা তার ভাই দৈনিক মজরুরী ভিত্তিক কর্মচারি শামীমকে ডেকে এনে রিপনকে লাঞ্ছিত করেন। ঘটনাটি জানতে পেয়ে রোগি রিপনের স্ত্রী ওয়ার্ড থেকে দ্রুত এসে স্বামীকে রক্ষা করতে গেলে কর্মচারি শামীম ও তার বোন শামিমা দুজন মিলে রিপনের স্ত্রী আয়শা বেগমকে মারপিট করে। তাদের মারপিটে আয়শা বেগমের চোখে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। পরে রোগি রিপন তার স্ত্রীকে রামেক হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা করান। একই সাথে তিনি রামেক হাসপাতালের পরিচালক বরাবর অভিযোগ দায়ের করেন।

রোগি রিপন জানান, হাসপাতালে এসেছি চিকিৎসা নিতে। কিন্তু হাসপাতালের কর্মচারিরা তার বোন মেরে রোগি বানিয়ে দিয়েছে। তিনি বলেন, দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারি শামীম দাম্ভিকতার সাথে ভয় দেখান যে, এই হাসপাতাল আমাদের। এখানে আমরা যা ইচ্ছে তাই করবো, তিনি বলার কে।

এদিকে, এর আগেও কর্মচারি শামীম রোগিকে মারপিট করেছিল। সেই অভিযোগে তাকে হাসপাতালের চাকরি থেকে বাদ দেয়া হয়েছিল। শামীমের বোন শামিমা রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেলের স্ত্রী। যার কারণে শামীম একের পর এক হাসপাতালে অপকর্মের করে গেলেও কেউ কিছু বলার সাহস পায় না।

শামীম বেশ কয়েকবার রোগি পেটানোর দায়ে চাকরিচ্যুত হয়েছে। রোগি ও অভিভাকদের পেটানোর দায়ে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ শামীমকে চাকরি থেকে বাদ দিলেও ওয়ার্ড মাস্টার রাসেল পুনরায় পরিচালকের হাতে পায়ে ধরে তাকে চাকরিতে রাখেন এমন অভিযোগ রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে