রণক্ষেত্রে দেখা হবে বন্ধু : জুনিয়র এনটিআরকে হৃতিক

প্রকাশিত: মে ২১, ২০২৩; সময়: ১:২৯ pm |
খবর > বিনোদন
রণক্ষেত্রে দেখা হবে বন্ধু : জুনিয়র এনটিআরকে হৃতিক

পদ্মাটাইমস ডেস্ক : দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর অভিনেতা হিসাবে এখন আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন আরআরআর সিনেমার বদৌলতে। বলিউডে নতুন ‘ওয়ার’-এর জন্য তৈরিও করছেন নিজেকে। তার ৪০তম জন্মদিনে এবার যুদ্ধক্ষেত্রে নেমে পড়ার আহ্বান জানালেন হৃতিক রোশন।

হৃতিক জানালেন, তার জন্য যুদ্ধভূমিতে অপেক্ষা করছেন। অভিনবভাবে জুনিয়র এনটিআরকে শুভেচ্ছা জানালেন হৃতিক। সেই সঙ্গে উস্কে দিলেন ‘ওয়ার-২’র জল্পনা।

শুভেচ্ছা বার্তায় হৃতিক লেখেন, ‘শুভ জন্মদিন জুনিয়র এনটিআর! আনন্দে ভরে উঠুক তোমার আগামী দিন, অ্যাকশনে হোক জমজমাট। যুদ্ধভূমিতে তোমার জন্য অপেক্ষায় আছি বন্ধু।

তোমার আগামী দিনগুলো আনন্দ আর শান্তিতে ভরে উঠুক, যতক্ষণ না আমাদের দেখা হচ্ছে।’

‘যুদ্ধভূমি’ বলতে হৃতিক যে ‘ওয়ার ২’- এর দিকেই ইঙ্গিত করেছেন তা বুঝতে পেরেছেন অনুরাগীরাও। দুজন একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জেনে ভক্তরা একের পর এক উচ্ছ্বসিত মন্তব্য করেছেন কমেন্ট সেকশনে।

২০১৯ সালে যশরাজ ফিল্মসের স্পাইভার্সের ছবি ‘ওয়ার’ মুক্তি পেয়েছিল। মেজর কবীরের ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক রোশন।

টাইগার শ্রফ আবার ক্যাপ্টেন খালিদ ও ক্যাপ্টেন সৌরভ, দুটি চরিত্রে অভিনয় করেছিলেন। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় দুই অ্যাকশন হিরোর যুগলবন্দিতে যশরাজ ফিল্মসের আয়ও ছিল বেশ ভাল। ১৭০ কোটির ‘ওয়ার’ ছবিটি ব্যবসা করেছিল প্রায় ৪৭৬ কোটি!

সেই সাফল্যের সূত্র ধরেই যশরাজ ফিল্মসের ব্যানারে শুরু হতে চলেছে ‘ওয়ার ২’-এর কাজ। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর।

আরআরআর অভিনেতা এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন এমনটাই খবর। এতদিন অবশ্য এ নিয়ে কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি। এমনকি জুনিয়র এনটিআর বা হৃতিকও এতদিন চুপ ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে