রাজশাহীতে ‘বিশ মেট্রোলজি দিবসে’ আলোচনা সভা

প্রকাশিত: মে ২০, ২০২৩; সময়: ৫:৪৮ অপরাহ্ণ |
রাজশাহীতে ‘বিশ মেট্রোলজি দিবসে’ আলোচনা সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক : নগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ট্রেনিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় অফিসের আয়োজনে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার দুপুরে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সম্মেলন কক্ষে ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বিএসটিআই রাজশাহীর উপ-পরিচালক ও বিভাগীয় অফিস প্রধান প্রকৌশলী সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন।

বিএসটিআই রাজশাহীর সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস এঁর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ রাজশাহীর পরিচালক ড. সেলিম খান।

এসময় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আওয়াল খান (জ্যোতি)।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে