বড়াইগ্রামে শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানীর অভিযোগ

প্রকাশিত: মে ২০, ২০২৩; সময়: ৪:১৪ অপরাহ্ণ |
বড়াইগ্রামে শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে শুকুর আলী (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার উপজেলার জোনাইল ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শনিবার ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। আসামী গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ। অভিযুক্ত শুকুর আলী (৫০) দ্বারিকুশী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র।

মামলা সুত্রে জানা যায়, সোমবার স্কুল চলাবস্থায় ওই শিক্ষার্থী পাশে দোকানে চকলেট কিনতে যায়।

এসময় দোকানের সামনে কেউ না থাকার সুযোগে শুকুর আলী ওই শিক্ষার্থীকে শ্লীলতাহানী করে। শিশু চিৎকার দিলে তার স্কুলের সহপাঠীরা তাকে উদ্ধার করে।

শিক্ষার্থীর মা বলেন, আমি জানতে পেরে পরের দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে তিনি কোন কিছুই করেননি। উল্টো বিষয়টি মিমাংসার জন্য চাপ সৃষ্টি করেন। প্রধান শিক্ষক শাজনাজ পারভীন বলেন, আমি জানতে পেরেই উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রধান শিক্ষক আমাকে জানিয়ে ছিলেন। আমি ট্রেনিংয়ে ছিলাম। এখন একটি মিটিংয়ে আছি।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, ওই শিক্ষার্থীর মা বাদি থানায় মামলা করেছেন। গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে