বনশিল্প উন্নয়ন করপোরেশনে চাকরির সুযোগ

প্রকাশিত: মে ২০, ২০২৩; সময়: ২:৩৭ অপরাহ্ণ |
খবর > চাকরি
বনশিল্প উন্নয়ন করপোরেশনে চাকরির সুযোগ

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এ প্রতিষ্ঠানে পে ও মজুরি কমিশনভুক্ত ৬ ক্যাটাগরির পদে ১৪৮ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম : সহকারী ভান্ডাররক্ষক।

পদের সংখ্যা : ৯।

আবেদন যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (পে–কমিশনভুক্ত)

পদের নাম : গাড়ি/কারচালক।

পদের সংখ্যা : ৫।

আবেদন যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা সমমান পাস। দুই বছরের অভিজ্ঞতাসহ অবশ্যই মোটরযান চালানোর বৈধ পেশাদার লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (পে-কমিশনভুক্ত)

পদের নাম : নিরাপত্তা প্রহরী।

পদের সংখ্যা : ১০০।

আবেদন যোগ্যতা : এসএসসি বা সমমান পাস। সুঠাম দেহের অধিকারী হতে হবে। সামরিক বা পুলিশ বা অনুরূপ বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল : ৮,৫০০-২০,৫৭০ টাকা (পে-কমিশনভুক্ত)

পদের নাম : অফিস সহায়ক।

পদের সংখ্যা : ২০।

আবেদন যোগ্যতা : এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (পে-কমিশনভুক্ত)

পদের নাম : ট্রাক্টরচালক।

পদের সংখ্যা : ৮।

আবেদন যোগ্যতা : অষ্টম শ্রেণি বা সমমান পাস।

তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসহ মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল : ৯,৭৫০-২২,৪৫০ টাকা (মজুরি কমিশনভুক্ত)

পদের নাম : ট্রাকচালক।

পদের সংখ্যা : ৬।

যোগ্যতা : অষ্টম শ্রেণি বা সমমান পাস। তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসহ মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল : ৯,৩০০-২১,৪১০ টাকা (মজুরি কমিশনভুক্ত)

বয়সসীমা : বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে আবেদনকারী সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। ২০২০ সালের ২৫ মার্চ আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১, ২, ৫ ও ৬ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা : ২৫ মে থেকে ১৫ জুন ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে