চারঘাটে তরুণদের চাকরি দিতে রাজশাহীতে স্মার্ট কর্মসংস্থান মেলা

প্রকাশিত: মে ১৯, ২০২৩; সময়: ৮:৫০ অপরাহ্ণ |
চারঘাটে তরুণদের চাকরি দিতে রাজশাহীতে স্মার্ট কর্মসংস্থান মেলা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে। রোববার সকাল ১০টায় চারঘাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মেলায় তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীরা দেশের প্রথম সারির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে পছন্দমতো আবেদন, ইন্টারভিউ এবং যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া ফ্রিল্যান্সিং বিষয়ে প্রাথমিক ধারণা, সেমিনার ও আলোচনায় অংশ নিতে পারবেন।

কর্মসংস্থানের পেছনে নয়; বরং প্রার্থীর দৌড় গোড়ায় কর্মসংস্থানের উপস্থিতির এমন আয়োজন সরকারের বেকারত্ব হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, মেলায় ১৮টি স্টল থাকবে। তথ্যপ্রযুক্তি, কম্পিউটার ও অনলাইন সেক্টরের বিভিন্ন বিষয়ে যাদের দক্ষতা রয়েছে, তারা সরাসরি এই মেলার মাধ্যমে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।

সেই খাতে ই-কমার্স, ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে ক্যারিয়ার গড়ার সঠিক পরামর্শ পাবেন এই মেলার মাধ্যমে। এক কথায় এই মেলা রাজশাহী বেকারত্ব নিরসনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে