চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত
প্রকাশিত: মে ১৯, ২০২৩; সময়: ৮:৪৫ pm |
খবর > আঞ্চলিক
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদবপুরের পাশে ৬৪ নং রেল ব্রিজ সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় রুহুল আমিন নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত ব্যক্তি হচ্ছে, নাচোল উপজেলার হাট রাজবাড়ি দিঘী পাড়ার আব্দুল বাসেরের ছেলে রুহুল আমিন (৪০)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৯ মে শুক্রবার বেলা ১১ টার দিকে নাচোলের কসবা রেল লাইনের ওপর বসেছিলো রুহুল আমিন। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী কম্পিউটার ট্রেন এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন। তার মুখমন্ডল ক্ষতবিক্ষত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান, ওসি মিন্টু রহমান।