কচুয়ায় খড়ের গাদা ও গাছ পুড়িয়ে দেয়ার অভিযোগ

প্রকাশিত: মে ১৯, ২০২৩; সময়: ৪:২৪ অপরাহ্ণ |
কচুয়ায় খড়ের গাদা ও গাছ পুড়িয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ার লতিফপুর গ্রামে জমি ক্রয়ের শত্রুতার জের ধরে এক ব্যক্তির খড়ের গাদায় আগুন, গাছ-গাছালি পুড়িয়ে দেয়া ও ওই পরিবারকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে নীরিহ বাচ্চু মিয়া বাদী হয়ে একই গ্রামের প্রতিপক্ষ নাছির উদ্দিন, নুরুল ইসলাম, মাসুদ মিয়া গংদের অভিযুক্ত করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, কচুয়া উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা লতীফপুর গ্রামের অধিবাসী নিরীহ বাচ্চু মিয়া তার বাড়ি সংলগ্ন বশির উল্লাহর কাছ থেকে তিন শতাংশ ভূমি ক্রয় করেন।

এতে একই গ্রামের প্রতিপক্ষ নাছির গংদের স্বার্থে আঘাত লাগে এবং এ নিয়ে প্রতিপক্ষরা বাচ্চু মিয়ার পরিবারের সাথে কারণে-অকারণে প্রভাব খাটিয়ে বিরোধ সৃষ্টি করে ৩টি খড়ের গাদায় আগুন, পানির মটর চুরি, গাছ-গাছালী পুড়িয়ে দেয়াসহ ব্যাপক ক্ষতি সাধন করে আসছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেন।

এ নিয়ে বুধবার বিবাদীদের সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বিবাদীরা উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে বাচ্চু মিয়ার উপর হামলা চালায়। এসময় তার দুই মেয়ে আছিয়া আক্তার ও জুলেখা আক্তার এগিয়ে আসলে তাদেরকেও বেদম মারধর করে গুরুতর আহত করে।

বাদী বাচ্চু মিয়ার ছেলে ইসমাইল হোসেন জানান, আমার বাবা পাশ্বর্তী গ্রামের অধিবাসী সচিন্দ্র সরকারের জমি সন মেয়াদে ও বর্গা নিয়ে চাষ-বাস করে আসছে। এছাড়া একই গ্রামের বশির উল্লাহর কাছ থেকে তিন শতাংশ জায়াগা ক্রয় করেন।

প্রতিপক্ষ গংদের ইন্দনে বশির উল্লাহ আমাদের জমি রেজিস্ট্রি করে বুঝিয়ে দিচ্ছেন না। জমি রেজিস্ট্রি, বিভিন্ন সময়ে হামলা-মারধর ও ক্ষতি সাধনের ঘটনায় আমরা ন্যায় বিচার পেতে স্থানীয় প্রসাশনের সহযোগিতা চাই।

অন্যদিকে প্রতিপক্ষ নাছির উদ্দিনের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইলে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে