তাড়াশে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, মামলা দায়ের

প্রকাশিত: মে ১৯, ২০২৩; সময়: ৩:৪৬ pm |
তাড়াশে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে হাসি খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বুধবার (১৭ মে) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

তারপর থেকে এ নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। শেষ পর্যন্ত এশার নামাজের পর নিহতের জানাজা সম্পন্ন হয়।

এদিকে নিহতের বাবা আব্দুল খালেক বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় পদ্মাটাইমসকে বলেন, জানাজার নামাজ শেষে বিভিন্ন জটিলতায় তার মেয়ের দাফন সম্পন্ন হতে প্রায় রাত ২ টা বেজে যায়।

জানা যায়, তাড়াশ উপজেলার জলিল নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হাসি খাতুন বুধবার পরীক্ষা শেষে তার প্রেমিক সাব্বির রহমানের সঙ্গে ঘুরতে বের হয়।

কিন্তু সন্ধ্যার দিকে মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর এলাকায় প্রেমিক সাব্বির রহমানের মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়।

পরে এলাকাবাসী তাকে পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসি খাতুনের বাড়ি নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামে। পার্শ্ববর্তী হামকুড়িয়া গ্রামের আলমের ছেলে সাব্বির রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অপরদিকে স্থানীয়রা জানিয়েছেন, হাসি খাতুন মারা যাওয়ার পর থেকে তার প্রেমিক সাব্বির রহমান গা ঢাকা দিয়ে রয়েছে।

বিশেষ সূত্রে জানা যায়, আসামী সাব্বির রহমানের নামে নাকি আরও একটি অপহরণ মামলা চলমান রয়েছে।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে থানায় এসে নিহতের বাবা আব্দুল খালেক সাব্বির রহমানকে আসামি করে মামলা দায়ের করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে