সুজানগরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রকাশিত: মে ১৮, ২০২৩; সময়: ৭:৪৪ pm |
খবর > আঞ্চলিক
এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগরে বিদ্যুৎস্পৃষ্টে মো.ইসলাম হোসেন(৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে উপজেলার ভাঁয়না ইউনিয়নের কেষ্টপুর গ্রামে মো.শাহজাহান আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত ইসলাম হোসেন পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বান্নাইপাড়া এলাকার মৃত জামিল হোসেনের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, রাজমিস্ত্রীর কাজ করার জন্য কেষ্টপুর গ্রামে মো.শাহজাহান আলীর বাড়ীতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন ইসলাম।
পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উল্লেখ্য নিহত ইসলাম হোসেন এক সময় ফুটবলের অভিজ্ঞ ও দক্ষ গোলকিপার হিসেবে পরিচিতি লাভ করেন। তার মৃত্যুতে ফুটবল ভক্তসহ এলাকার সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।