রাজশাহীতে ডায়বেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারণা

প্রকাশিত: মে ১৮, ২০২৩; সময়: ১:৩১ অপরাহ্ণ |
রাজশাহীতে ডায়বেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ডায়বেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর পদ্মা পাড়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রোমোশনের আয়োজনে ও আদ্রিতা ভিজুয়ালস লিমিটেডের সহযোগিতায় এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা: আবু সাঈদ মোহাম্মদ ফারুক। তিনি বলেন, ডায়াবেটিস এমন একটি রোগ যা সম্পূর্ণ নিরাময় করা যায় না। তবে নিয়মিত নির্দিষ্ট সময় ধরে হাঁটার পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কঠোর নিয়মানুবর্তিতা ও জীবনাচরণের পরিবর্তন আনতে পারলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মোঃ শামসুজ্জামান এবং ঢাকা মেডিকেল কলেজ ও আদ্রিতা ভিজুয়ালস লিমিটেড এর প্রধান কনসালটেন্ট ডাক্তার মোঃ জাকির হোসেন।

কর্মশালায় আদ্রিতা ভিজুয়ালস লিমিটেডের ওয়ার্কশপ অর্গানাইজার ছিলেন মোঃ সাকিলুর রহমান ও মোঃ শহিদুল হক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে