চলে গেলেন বাবরি মসজিদ রক্ষা আন্দোলনের অন্যতম নেতা

প্রকাশিত: মে ১৮, ২০২৩; সময়: ১১:৪২ পূর্বাহ্ণ |
চলে গেলেন বাবরি মসজিদ রক্ষা আন্দোলনের অন্যতম নেতা

পদ্মাটাইমস ডেস্ক : ভারতের বহুল আলোচিত অযোধ্যার বাবরি মসজিদ রক্ষা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ও আইনজীবী জাফরইয়াব জিলানি মারা গেছেন। গতকাল বুধবার উত্তরপ্রদেশের লখনৌয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বাবরি মসজিদ রক্ষা করতে আজীবন লড়াই করেছিলেন জাফরইয়াব জিলানি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ২০২১ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন জাফরইয়াব জিলানি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রসঙ্গত, ১৯৮৬ সাল থেকে বাবরি মসজিদ অ্যাকশন কমিটির সক্রিয় সদস্য জিলানি। এছাড়াও অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের সেক্রেটারি ছিলেন তিনি।

১৯৮৬ সালে ফজিয়াবাদ জেলা বিচারকের আদেশে তৈরি হয় বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। হিন্দুত্ববাদের পাল্টা পদক্ষেপ নিতে এবং বাবরি মসজিদ রক্ষার উদ্যোগ নিতেই এই কমিটি তৈরি করা হয়। কমিটির আহ্বায়ক পদে নিযুক্ত হন জিলানি। তারপর থেকে দীর্ঘদিন ধরে বাবরি মসজিদ রক্ষা করার চেষ্টা করেছেন তিনি। যদিও ১৯৯২ সালে হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদে হামলা চালায়।

তারপর একাধিক আদালতে বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় আইনি লড়াই করেছেন জিলানি। সুপ্রিম কোর্টে রামভূমি সংক্রান্ত মামলায় লড়েছেন তিনি। উত্তরপ্রদেশের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদেও বসেছিলেন ভারতের এই প্রবীণ আইনজীবী।

২০১৯ সালে বাবরি মসজিদের বিরুদ্ধে রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। তবে আদালতের সেই সিদ্ধান্তের পরও নিজের লড়াই নিয়ে গর্বিত ছিলেন জিলানি। তার মতে, বাবরি মসজিদের আইনি লড়াই করতে পেরে তিনি গর্বিত।

স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাকে রেখে গেছেন তিনি। বুধবার বিকেলেই তার দাফন সম্পন্ন হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে