রাবিতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত: মে ১৭, ২০২৩; সময়: ৬:০৪ অপরাহ্ণ |
রাবিতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : দিনব্যাপী নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার নেতৃত্বে এক শোভা যাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে তাজ উদ্দিন আহমেদ সিনেট ভবনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসাইন। বক্তৃতায় ড. শহীদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও পারিবারিক জীবনের চিত্র তুলে ধরে স্মৃতিচারণ করেন। গবেষণাকালে ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর সম্পর্কের দিকটি তুলে ধরেন। বঙ্গবন্ধুকে হত্যার পর জার্মানিতে থাকা অবস্থায় ড. ওয়াজেদ, শেখ হাসিনা ও শেখ রেহানার দুঃখ ভারাক্রান্ত সময়ের বর্ণনা দেন তিনি। এছাড়াও দরিদ্র দেশকে সামনে এগিয়ে নেয়ায় শেখ হাসিনার পরিকল্পনা ও মানুষের কল্যাণে তাঁর দূরদর্শিতার দিকটি তুলে ধরেন তিনি।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুটি জমজ শব্দ। কেননা এদেশের মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর যে অবদান, সেটা জাতি জানে। তাঁরই রেখে যাওয়া অসমাপ্ত কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার পরেও বহুবার তাঁকে হত্যা চেষ্টা করেছে ষড়যন্ত্রকারীরা। কিন্তু তারা সফল হয়নি। বরং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে একাই লড়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরেই আজ বাঙালি পরিচিত হয়েছে স্মার্ট জাতি হিসেবে।

রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে