কচুয়ায় সংগীত পরিবেশনে তিন শিক্ষার্থীর প্রথম স্থান অর্জন

প্রকাশিত: মে ১৭, ২০২৩; সময়: ৫:০১ অপরাহ্ণ |
কচুয়ায় সংগীত পরিবেশনে তিন শিক্ষার্থীর প্রথম স্থান অর্জন

নিজস্ব প্রতিবেদক,কচুয়া: চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশনে পালাখাল উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করেছেন।

গত শনিবার প্রধান অতিথি হিসেবে কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহন করেন শিক্ষার্থীরা। ভালো সংগীত পরিবেশন করায় উপজেলা প্রশাসন পালাখাল উচ্চ বিদ্যালয়ের রবীন্দ্র সংগীতে ৮ম শ্রেনীর শিক্ষার্থী পুনম চক্রবর্তী,দশম শ্রেনীর ছাত্রী কবিতা চক্রবর্তী ও নজরুল সংগীতে ৮ম শ্রেনীর শিক্ষার্থী প্রমী চৌধুরী প্রথম স্থান ঘোষনা করেন।

এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহে সংগীত পরিবেশনে প্রথম স্থান অর্জন করায় বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ,প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী,সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান ও সিনিয়র সহকারী শিক্ষক সুজন চৌধুরীসহ অন্যান্যরা ওই শিক্ষার্থীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

ভবিষ্যতে উপজেলা থেকে জেলা পর্যায়ে প্রথম স্থান করার প্রত্যাশা রয়েছে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্য সকলের দিক পরামর্শ ও সার্বিক ভাবে বুদ্ধিমত্তা দিয়ে সহযোগিতা আহ্বান জানান বিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে