বাঘায় আম গাছ থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: মে ১৬, ২০২৩; সময়: ১০:০০ অপরাহ্ণ |
বাঘায় আম গাছ থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাঘা : বাঁচার লড়াইয়ে জীবন যুদ্ধে হেরে গিয়ে মঙ্গলবার (২৬ মে ) বিকেল ৫ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আহত শ্রমিক ফজলুর রহমান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই নজুরুল ইসলাম।

তিনি জানান,গত শুক্রবার দৈনিক মজুরিতে আম গাছে কীটনাশক ঔষধ স্প্রে করার সময় গাছ থেকে পড়ে গিয়ে মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

নের্তৃস্থানীয় আব্দুল কাদের জানান, ফজলুর রহমান বাঘা পৌর সভার বানিয়া পাড়া গ্রামের আব্দুল ওয়াবের ছেলে। স্ত্রীসহ তার ১টি কণ্যা সন্তান রয়েছে।

এদিকে আশরাফুল ইসলাম নামের একজন দৃষ্টি আকর্ষন করে তার ফেসবুক আইডিতে লিখেছেন, আমগাছে কীটনাশক দেয়া বা আম নামানোর কাজ করতে গিয়ে প্রতি বছর অনেক শ্রমিক নিহত বা পংগু হচ্ছেন। তাদের কাজের জন্য কোন নিরাপত্তা বেষ্টনী ব্যবহার করা হয় না। আম ব্যবসায়ীগণ নামমাত্র মূল্যে তাদের কে দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ন এ কাজ করিয়ে নেন। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কাজটি করার কৌশল খুঁজে বের করা দরকার বলে দাবি করেছেন তিনি।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাঘা উপজেলা কার্যালয়ের কৃষি অফিসার বলেন, বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে উদ্যোগ নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে