প্রতিকূল পরিবেশে নির্বাচন করা কঠিন হবে : সিইসি

প্রকাশিত: মে ১৬, ২০২৩; সময়: ৯:০৫ অপরাহ্ণ |
প্রতিকূল পরিবেশে নির্বাচন করা কঠিন হবে : সিইসি

পদ্মাটাইমস ডেস্ক : প্রতিকূল পরিবেশে নির্বাচন করা কঠিন হবে এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।

কমিশন যে অংশগ্রহণমূলক নির্বাচন চায়, সেকথা আবারও মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, প্রশাসন ও পুলিশের সহযোগিতা অব্যাহত থাকলে নির্বাচন কমিশনের সক্ষমতা অনেক বেড়ে যাবে।

নির্বাচন কমিশনে মঙ্গলবার সাংবাদিকদের সিইসি বলেন, প্রতিকুল পরিবেশ বিরাজ করলে নির্বাচন করা কঠিন হয়ে যাবে। অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।

তিনি বলেন, ‘আসছে নির্বাচনে আমরা সব দলকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। সব দলকে আহ্বান করবো সবাই যাতে অংশ নেন।’

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধ্যমতো দায়িত্ব পালনের আশ্বাস দিলেও সবার সহযোগিতা লাগবে বলে মন্তব্য করে কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট দিতে পারছে কি না, সেটাই বড় ব্যাপার। সরকারের সদিচ্ছা অতিশয় গুরুত্বপূর্ণ।

‘পুলিশ ও প্রশাসনের অসহযোগিতা কখনো পাইনি। এই সহযোগিতা জাতীয় নির্বাচনেও অব্যাহত রাখার আহ্বান। পুলিশ প্রশাসন সহযোগিতা না করলে কমিশনের সক্ষমতা সীমিত হয়ে পড়ে।’

তিনি বলেন, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ থাকে তবে নির্বাচনের সময় কমিশনের সক্ষমতা অনেক বেড়ে যাবে। কমিশনের সক্ষমতা ঠিক রাখতে নির্বাচনে সরকারের হস্তক্ষেপ না করারও আহ্বান জানান সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সময় যে সরকার থাকবে, আইন অনুযায়ী সেই সরকারের উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করবে কমিশন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে