শিবগঞ্জে ৫৬ প্রতিষ্ঠানে টিআর কর্মসূচির ডিও বিতরণ

প্রকাশিত: মে ১৬, ২০২৩; সময়: ৮:৫৯ pm |
শিবগঞ্জে ৫৬ প্রতিষ্ঠানে টিআর কর্মসূচির ডিও বিতরণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২২-২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ-টিআর কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক বিশেষ (২য় পর্যায়) বরাদ্দে গৃহীত ৫৬টি ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে ডিও বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের সভাপতিদের মাঝে ৪৪ লাখ ৫২ হাজার টাকার ডিও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের গ্রামীণ অবকাঠানো রক্ষণাবেক্ষণ উন্নয়ন, নির্মাণ, পূর্ণঃনির্মাণ ও সংস্কারের লক্ষে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ইজিপিপি প্রকল্প, টিআর, কাবিখা, কাবিটা বাস্তবায়নে ইতিমধ্যে গ্রামাঞ্চলে জন সাধারনের বসবাস, চলাচলসহ প্রত্যন্ত অঞ্চলও আলোকিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে