সুইসাইড নোট লিখে গায়িকার আত্ম-হত্যা

প্রকাশিত: মে ১৬, ২০২৩; সময়: ১২:০৯ অপরাহ্ণ |
খবর > বিনোদন
সুইসাইড নোট লিখে গায়িকার আত্ম-হত্যা

পদ্মাটাইমস ডেস্ক : মাত্র ২৯ বছরেই প্রয়াত কোরিয়ান পপ তারকা। হোটেলের ঘর থেকে উদ্ধার গায়িকা হাইসুর ঝুলন্ত দেহ। তার নিথর দেহের পাশে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। যদিও গায়িকার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে ঘটনাটি ঘটে যাওয়ার দুদিন পর। গেল ২০ মে জেওলাবুক-ডোর ওয়ানজু গুনে গোয়ানজুমিয়ন পিপলস ডের অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই এই অঘটন।

হাইসু দক্ষিণ কোরিয়ার ট্রট ধারার গায়িকা। দেশটিতে এই ধারা অত্যন্ত জনপ্রিয়। ১৯৯৩ সালে জন্ম হাইসুর। কোরিয়ান সংগীতই ছিল তার পড়াশোনার বিষয়। একটি বিশেষ ধরনের স্টাইলে গাইতেন তিনি যার নাম ‘পানসোরি স্টাইল’। অনেকটা গাথাকাব্যের ধাঁচে গাওয়া হয় এই গান।

গানের জগতে গত চার বছরে নাম করেন এই গায়িকা। তবে সাফল্যের স্বাদ বেশিদিন উপভোগ করতে পারলেন না হাইসু। তার মৃতদেহের পাশে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে, তাতে কী লেখা রয়েছে-তা প্রকাশ্যে আনেনি পুলিশ। এমনকি, গোপন রাখা হচ্ছে গায়িকার পরিবার-পরিজনের পরিচয়ও।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে