বেলকুচিতে সংঘর্ষের ঘটনায় মেয়রকে আসামী করে মামলা, গ্রেপ্তার ২

প্রকাশিত: মে ১৪, ২০২৩; সময়: ১১:১৯ অপরাহ্ণ |
বেলকুচিতে সংঘর্ষের ঘটনায় মেয়রকে আসামী করে মামলা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে এমপি মমিন মন্ডল গ্রুপ ও মেয়র গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এমপি গ্রুপের পক্ষে বেলকুচি থানায় দায়ের করা মামলায় পৌর মেয়র সাজ্জাদূল হক রেজাকে প্রধান করে ১৭ জন নামীয় ও ৩০/৪০ জনকে অজ্ঞাতদের আসামী করা হয়েছে।

গত শনিবার (১৩ মে) রাতে বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আল আমিন সরকার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এরই প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ২ আসামীকে গ্রেফতার করে । রোববার (১৪ মে) দুপুরে আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন, বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামগাতি গ্রামের সোহরাব আলীর ছেলে সোহেল রানা ও পৌর এলাকার জিধুরী গ্রামের আকছেদ আলীর ছেলে রমজান আলী।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, গত শনিবার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংঘর্ষের ঘটনার রাতে থানায় মামলা হয়েছে। আমরা ২ আসামীকে গ্রেফতার করেছি। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত (শনিবার) বিকেলে উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে সমাবেশকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ সাংবাদিক সহ আওয়ামীলীগের ১৭ জন আহত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে