বাগমারায় পাওয়ার গ্রিড উপকেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

প্রকাশিত: মে ১৪, ২০২৩; সময়: ১১:০২ অপরাহ্ণ |
বাগমারায় পাওয়ার গ্রিড উপকেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : দেড়শ’ কোটি টাকা ব্যয়ে রাজশাহীর বাগমারায় নির্মাণ করা হচ্ছে পাওয়ার গ্রিড উপকেন্দ্র। উপজেলার গোয়ালপাড়ায় ৫ একর জায়গার ওপরে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এটি বাস্তবায়ন করছে পাওয়ার গ্রিড অব বাংলাদেশ লিমিটেড।

রবিবার সকালে উদ্বোধনী ফলক উন্মোচন করে এ গ্রিড নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

নির্মাণ কাজের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, জিটুজি বাংলাদেশ চায়না প্রকল্পের আসিফ মাসউদ, আলম ও খান কোং-এর প্রতিনিধি ফয়সাল খান ও আসিফ মাসুদ, প্রকৌশলী মনোজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসলাম আলী আসকান প্রমুখ। সিসিসিই দ্বারা পরিচালিত হবে পিজিসিবি সাব স্টেশনের কাজ। এটি আলম ও খান কোম্পানির সাথে চুক্তিবদ্ধ।

বাগমারায় বিদ্যুতের পাওয়ার গ্রিড স্থাপনের ফলে বাগমারাসহ আশপাশের উপজেলায় দূর হবে বিদ্যুতের সমস্যা। থাকবে না লোডশেডিং। জাতীয় গ্রিডে যুক্ত হবে বাগমারা উপজেলা। সেই সাথে এই পাওয়ার গ্রিড স্থাপনের ফলে বৃদ্ধি পাবে শিল্প কারখানা। পাওয়ার গ্রিডের ফলে বাগমারার উন্নয়ন পৌঁছে যাবে অনন্য উচ্চতায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে