মহাদেবপুরে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

প্রকাশিত: মে ১৩, ২০২৩; সময়: ৮:০০ pm |
মহাদেবপুরে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর থেকে অপহরণের শিকার স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী মো. রকি হাসান (২০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত শুক্রবার রাতে হাতুড় ইউনিয়নে অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রী (১৫) উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গত ৭ মে বিকেলে উপজেলার চাঁন্দাশ বালিকা বিদ্যালয় মোড় থেকে চাঁন্দাশ উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে এ মামলার অন্যতম আসামী চাঁন্দাশ গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. রকি হাসানকে গ্রেফতার করে পুলিশ। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, রকিকে গ্রেফতার করে শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে