জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক

প্রকাশিত: মে ১৩, ২০২৩; সময়: ৪:২৭ pm |
জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে শিক্ষার প্রসার ঘটেছে। জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক।

তাই তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন, বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান, বৃত্তি প্রদান, বিনামূল্যে পাঠ্যবই দেয়াসহ নানান সুবিধা দিচ্ছেন।

তিনি শনিবার চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে ও আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান শিশির,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, এসিল্যন্ড ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান প্রমুখ।

এসময় কচুয়া খানার ওসি মো. ইব্রাহীম খলিল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্তিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে