গুলশানে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: মে ১৩, ২০২৩; সময়: ১২:৪১ অপরাহ্ণ |
খবর > জাতীয়
গুলশানে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর গুলশান দুই নম্বর গোল চত্বরের উল্টো পাশে সিটি ভবনের তৃতীয় তলায় নির্মাণের কাজ করার সময় নিচে পড়ে আব্দুল খালেক (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যা রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী সাজু ঢাকা পোস্টকে বলেন, আব্দুল খালেক ও আমরা নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রি হিসেবে কাজ করি। আজ বিকেলে তিন তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ মুহূর্তে তার ঠিকানা কোথায় সে বিষয়ে কিছু বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহকে ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে