হজের জন্য যেমন প্রস্তুতি নিয়েছে পশ্চিমবঙ্গ

প্রকাশিত: মে ১২, ২০২৩; সময়: ৫:১৪ অপরাহ্ণ |
হজের জন্য যেমন প্রস্তুতি নিয়েছে পশ্চিমবঙ্গ

পদ্মাটাইমস ডেস্ক : চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। সারা বিশ্বের মতো হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুসল্লিরাও। বাংলাদেশিদের মতোই পশ্চিমবঙ্গে ২১ মে থেকে শুরু হবে হজ ফ্লাইট।

করোনা পরিস্থিতির পর এবারই প্রথম পুরোদমে হজের প্রস্তুতি নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি। বিভিন্ন জেলা থেকে দশ হাজারেরও বেশি হজযাত্রী কলকাতা বিমানবন্দর হয়ে হজ করতে পবিত্রভূমি মক্কায় পৌঁছাবেন। হজযাত্রীদের কলকাতা নিউটাউনের মদিনাতুল হুজ্জাজে থাকার ব্যবস্থা করেছে রাজ্য হজ কমিটি।

হজযাত্রীদের সঙ্গে অনেকে আসবেন তাদের প্রিয় মানুষটিকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য। তাদের জন্যও বিরাট প্যান্ডেলের ব্যবস্থা করা হচ্ছে। গোটা মদিনাতুল হুজ্জাজ চত্বর এলাকায় এই তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রতিদিন কয়েক শত মানুষ থাকতে পারবেন।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে এই প্যান্ডেলের মধ্যে থাকবে খাবার স্টল, হোটেল।

হজযাত্রীদের এহেরাম পরিধানের জন্য বিশেষ রুম, শুকনো খাবারের জন্য আলাদা স্টল, বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ অফিস, স্বাস্থ্য দপ্তরের কর্মীদের জন্য আলাদা অফিস, আলাদা হেল্প লাইন।

এছাড়াও নতুন এহেরাম কিংবা হজের প্রয়োজনীয় কিছু সামগ্রীর জন্য থাকবে দোকান। সেখান থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন হজযাত্রীরা।

নিরাপত্তার জন্য গোটা এলাকা অত্যাধুনিক ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে।

রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মদিনাতুল হুজ্জাজকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। ‘লাব্বাইক, আল্লাহুমা লাব্বাইক…’ ধ্বনি বাজতে থাকবে সাউন্ড সিস্টেমে। প্যান্ডেল এবং চত্বরে বেশ কয়েকটি এলইডি লাগানো থাকবে। সেখানে হজের কার্যক্রম দেখানো হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে