সিরাজগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: মে ১২, ২০২৩; সময়: ৪:২৯ pm |
সিরাজগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জে ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হয়।

সকাল ৯ টার দিকে সদর হাসপাতালের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত। র‍্যালী শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

হাসপাতালে সেবা তও্বাবধায়ক চন্দ্র বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বি এমএ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ জহুরুল হক রাজা, সদর হাসপাতালের আর এমও ডাঃ ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীনসহ অন্যান্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে