মেয়র লিটনকে পুনরায় নির্বাচিত করার লক্ষে ২২ নং ওয়ার্ড আ.লীগের সভা
প্রকাশিত: মে ১১, ২০২৩; সময়: ৯:৪৩ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৫.৩০ টায় কুমারপাড়া আওয়ামী লীগের রাজশাহী মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডা: তবিবুর রহমান শেখ, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল। সভায় ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শংকর ঘোষ এর সভাপতিত্বে আরো বক্তব রাখেন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সরকার সেডু। সভায় উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।