শিবগঞ্জে মধুমতি গ্রুপের পার্চেশ ম্যানেজারসহ গ্রেপ্তার ৩
প্রকাশিত: মে ১১, ২০২৩; সময়: ৯:২২ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বেসরকারি সংস্থা মধুমতি গ্রুপের পার্চেশ ম্যানেজার ও মধুমতি ফ্যাক্টরীর পরিচালক ফারুক হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ফারুক হোসেন (৩৯), মিজানুর রহমান (৪৩) ও অলিদ হোসেন (৩০)। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ। তিনি জানান, তিনজনই গ্রেপ্তারী পরোয়ানার আসামী।
দীর্ঘদিন ধরে তারা জেলার বাইরে আত্মগোপনে ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।