রাসিক নির্বাচন উপলক্ষে মেয়র লিটনের পক্ষে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের প্রচারনা

প্রকাশিত: মে ১০, ২০২৩; সময়: ১১:০৮ pm |
রাসিক নির্বাচন উপলক্ষে মেয়র লিটনের পক্ষে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের প্রচারনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে মহানগর ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজশাহী মহানগরীর হজোর মোড় থেকে শুরু করে কড়ইতলা, বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার এলাকায় প্রচার প্রচারনা ও লিফলেট বিতরন কার্যক্রমে অংশগ্রহন করেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ ,রাজশাহী মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি এবং মহানগর আওয়ামী লীগ এর সহ-সভাপতি নাঈমুল হুদা রানা ভাই,, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এবং সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, সাবেক ছাত্রলীগের ,রকিবুল হাসান , শহিদুল ইসলাম বিপুল(ভারপ্রাপ্ত সভাপতি মহানগর স্বেচ্ছাসেবক লীগ) ,মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদ হাসান রাজীবসহ সাবেক ছাত্রলীগের প্রায় তিন শতাধিক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সাফল্যমন্ডিত করতে এবং এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাইকে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে সাবেক ছাত্রলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আগামী ১১ মে সন্ধ্যা ৭:১৫ মিনিটে (বাদ মাগরিব) রাজশাহী মহানগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর বিন্দু হোটেল এর সামনে উপস্হিত থেকে অত্র এলাকায় জনসংযোগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে