আসন্ন রাসিক নির্বাচন উপলক্ষে পবায় আ’লীগের নির্বাচনী মতবিনিময় সভা

প্রকাশিত: মে ১০, ২০২৩; সময়: ১০:০৪ অপরাহ্ণ |
আসন্ন রাসিক নির্বাচন উপলক্ষে পবায় আ’লীগের নির্বাচনী মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নওহাটায় নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

সভায় এমপি আয়েন উদ্দিন বলেন, আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে জয়যুক্ত করার লক্ষ্যে বিশেষ করে পবার নেতৃবৃন্দকে বিভিন্ন মহল্লায় নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে আলোচনায় অংশ নিতে হবে। কারণ পবার বেশীর জনগণের আত্মীয়-স্বজন রাজশাহী সিটি কর্পোরেশনের ভোটার।

তিনি বলেন, রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে জয়যুক্ত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। রাজশাহীতে উন্নয়ন ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। এবার প্রয়োজন কর্মসংস্থানের। আর এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবার সেই কর্মসংস্থানের লক্ষ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই কর্মসংস্থানে আমরাও অংশ নিতে পারবো।

পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, কাটাখালি পৌর আওয়ামী লীগ সভাপতি আবু সামা ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল আলম রিপন, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, নওহাটা পৌর যুবলীগ আহবায়ক শেখ, কাটাখালি পৌর যুবলীগ আহবায়ক জনি ইসলাম, পবা উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নারিফা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা বেগম, পবা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু।

এসময় উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক নবীবুর রহমান, বড়গাছী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সারওয়ারে আলম মানিক প্রমুখ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে