পাবনায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশিত: মে ১০, ২০২৩; সময়: ৯:৪৯ অপরাহ্ণ |
পাবনায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, পাবনা : আধিপত্য বিস্তার ও আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে পাবনায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর বুধবার সকালে র‌্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ঘটনার পর মঙ্গলবার রাতে আহত ইসাহক প্রামানিকের ছেলে আসিফ হোসাইন রকি বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৩। মামলায় ১৯ জন এজাহার নামীয় সহ আরও অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামী করা হয়েছে।

এদিকে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সদর উপজেলার হেমায়েতপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই মামলার এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামের মৃত মনছের আলী মন্ডলের ছেলে হাবিব মন্ডল (৩৬) ও জহুরুল মন্ডল (৩২) এবং একই গ্রামের মৃত মনছের প্রামানিকের ছেলে হবিবার রহমান (৬০)। তাদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে পাবনা সদর উপজেলার চরবাঙ্গাবাড়িয়া গ্রামের মুজিব বাঁধ এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। আধিপত্য বিস্তার ও আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক গ্রæপের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে