স্বর্ণপদক পুরস্কার পেলেন শিবগঞ্জের কৃতিসন্তান ড. সফিউর রহমান

প্রকাশিত: মে ১০, ২০২৩; সময়: ৯:৪২ অপরাহ্ণ |
স্বর্ণপদক পুরস্কার পেলেন শিবগঞ্জের কৃতিসন্তান ড. সফিউর রহমান

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কৃতিসন্তান ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সফিউর রহমান আবারো স্বর্ণপদক পেয়েছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাকে ড. এম.এ. ওয়াজেদ মিয়ার ১১তম আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ভারতের পশ্চিমবঙ্গ নারী কমিশনের চেয়ারপারসন লীনা গাঙ্গুলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউ-েশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এ. কে. এম. ফরহাদুল কবির।

এর আগে ২০২২ সালে বিশ্বসেরা ২% বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পাওয়া বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. সফিউর রহমানকে পরিবেশ বিজ্ঞান গবেষণায় বিশেষ অবদানের জন্য বেস্ট সাইন্টিস্ট স্বর্ণপদক পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. সফিউর রহমানসহ নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ৮ জন বাংলাদেশ ও বিদেশ (কানাডা, আমেরিকা, জাপান ও ইন্ডিয়া) এর সম্মানিত গুণীজনকে পুরস্কৃত করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে