পর্দা নামলো শাহজাদপুর কাছারি বাড়িতে ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসবের

প্রকাশিত: মে ১০, ২০২৩; সময়: ৬:৫৮ অপরাহ্ণ |
পর্দা নামলো শাহজাদপুর কাছারি বাড়িতে ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসবের

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে তার কাছারি বাড়িতে তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসব অনুষ্ঠানের সমাপনী হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.আব্দুল খালেক।

সমাপনি অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমি এবং সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।

পরে রবীন্দ্র নাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নাটক আপদ মঞ্চায়িত হয়। তিনদিনের অনুষ্ঠান সফল হয়েছে বলে জানিয়েছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা।

২৫ বৈশাখ তিন দিন ব্যাপি এই অনুষ্ঠানের উদ্ধোধন করেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে