ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে ওয়াচ টাওয়ার নির্মাণের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে ওয়াচ টাওয়ার নির্মানের উদ্বোধন করা হয়েছে।
৯ মে বিকেল সাড়ে ৫ টার দিকে আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকায় মাটি খুড়ে ৭২০ ফিট উচু উন্নত মানের ওয়াচ টাওয়ার নির্মান কাজের শুভ উদ্বোধন করেন, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে উন্নত মানের ও আধুনিক ডিজাইনের এই ওয়াচ টাওয়ার নির্মাণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জমান শাহ্ , নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একে এম ফরহাদ জাহান, বনবিট অফিসার আনিছুর রহমান, উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার প্রমুখ।
রেঞ্জ কর্মকর্তা একে এম ফরহাদ জানান, এই ওয়াচ টাওয়ারটি নির্মান হলে আলতাদিঘী ও বনাঞ্চলের প্রাকৃতিক লীলাভূমি দেখার এক সুযোগ পাবেন দর্শনারীরা।