বড়াইগ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

প্রকাশিত: মে ৯, ২০২৩; সময়: ৯:৪১ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রম : নাটোরের বড়াইগ্রামে পুর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১১ জন। আহতদের মধ্যে ৪জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ৩জনকে উপজেলা হাসপাতাল অপর ৪জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নগর ইউনিয়নের মকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

আহতরা হলেন, উপজেলার মকিমপুর গ্রামের রুস্তম আলী (৬০), তার ছেলে হাসান আলী (৩০), এজার উদ্দিন (৪৫), জামাল উদ্দিনের স্ত্রী শাহেরা বেগম (৪০), রুস্তম আলীর ছেলে আলতাফ (৩৮), জহুরুল ইসলাম (৩৫), জমিন আলী (৫০), চম্পা বেগম (৩৮), রুস্তম আলী (৫৫), রেহেনা বেগম (৪৫), আবু হানিফ (৫৮)।

জানা যায়, পার্শবর্তী কদমচিলান গ্রামের তোরাব প্রামানিকের সাথে রুহুল আমীন ও আতাহার আলীর দির্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে। মঙ্গলবার সকালে আব্দুল মান্নানের ছেলে মহিবুর এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে আতাহার আলীর লোকেরা মারপিটের চেষ্টা করে। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন নিয়ে সংঘর্ষে জড়ায়।

এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। দ্রুতই ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে