বাঘার বিদেশগামি যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ

প্রকাশিত: মে ৮, ২০২৩; সময়: ৯:২৬ অপরাহ্ণ |
বাঘার বিদেশগামি যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বাঘা : বাঘার বিদেশগামি এক যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। তার কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। বিদেশগামি যুবক সুমন আলী (২৬) বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা ঠাকুরপাড়া গ্রামের আকাল আলীর ছেলে। এই ঘটনায় তার বড় ভাই সুজন আলী রোববার (৭ মে) বাঘা থানায় সাধারণ ডাইরী (জিডি) করেছেন।

সুমন আলীর বড় ভাই সুজন আলী জানান, তার গ্রামের মালয়েশিয়া প্রবাসি ওয়াহিদ আলীর মাধ্যমে চট্রগ্রামের আবদুর রহিম নামের এক ব্যক্তির সাথে সুমন আলীর পরিচয় হয়। পরিচয়ের পর সুমন আলীকে ইতালিতে পাঠানোর জন্য আগ্রহী করে তুলেন আবদুর রহিম । প্রায় তিন মাস আগে ইতালিতে যাওয়ার জন্য আবদুর রহিমের সাথে ৭ লক্ষ ৫০ হাজার টাকায় চুক্তি হয়। চুক্তি মোতাবেক তার প্রয়োজনী কাগজপত্র সংগ্রহ করে দেওয়া হয়।

শনিবার (৫ মে) সুমন আলীকে ঢাকা বিমান বন্দরে পৌঁছে দেওয়া হয়। রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে চট্রগ্রাম বিমানবন্দরে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে বলা হয় ইতালিতে পৌঁছে গেছি। পরে সুমনের মুঠোফোনে ইমো নম্বর থেকে আমার মুঠোফোনে কল করে আমার কাছে ৫ লক্ষ টাকা দাবি করে বলা হয় এ টাকা না দিলে সুমনের ক্ষতি হবে।

সেই ফোনে বিদেশি নম্বরের পরিবর্তে বাংলাদেশি নম্বর ভেসে উঠে। এতে ধারনা করা হচ্ছে তাকে ইতালি না নিয়ে চট্রগ্রামে নামিয়ে কোন এক গোপন জায়গায় রেখে মুক্তিপণ দাবি করা হচ্ছে। সুমন কি অবস্থায় কোথায় আছে জানিনা। বিষয়টি নিয়ে র‌্যাবের শরণাপন্ন হবে বরে জানিয়েছেন সুজন আলী।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি সাধারণ জিডি পেয়েছি। তাকে উদ্ধারের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। পুলিশের একটি টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে