গুদামে ধান দিতে আসা কৃষককে হয়রানি না করার হুশিয়ারি খাদ্যমন্ত্রী’র

প্রকাশিত: মে ৭, ২০২৩; সময়: ৩:২৪ অপরাহ্ণ |
গুদামে ধান দিতে আসা কৃষককে হয়রানি না করার হুশিয়ারি খাদ্যমন্ত্রী’র

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : সরকারী গুদামে কৃষক ধান দিতে এসে যেন কোন রকমের হয়রানীর স্বীকার না হয় তার হুশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম পি। রোববার (৭ মে) বেলা ১১টায় রাজধানীর খাদ্যভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে নওগাঁসহ সারাদেশে এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রীসারা দেশে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৩ এর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্ভোধন অনুষ্ঠানে এসকল কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, কৃষককে যোগ্য মর্যাদা দিতে হবে। সরকারি গুদামে ধান দিতে আসা কৃষক যেন হয়রানির স্বীকার না হয় তার সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী ১৪শতাংশ পর্যন্ত শুস্ক ধান থাকলে কৃষকের সেই ধান সরাকারিভাবে কেনার নির্দেশ দেন তিনি। এর ব্যত্যয় হলে যদি কোন কৃষক অভিযোগ করেন তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন এর নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, নওগাঁ ও হাওর অঞ্চলসহ সারাদেশে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষককে লাভবান করার উদ্দেশ্যে প্রতি বছর সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে থাকে সরকার। পাশাপাশি দেশে খাদ্যশস্যের মজুত বাড়ানো ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে প্রতি মৌসুমেই শস্য সংগ্রহ করা হয়। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি জেলা ও উপজেলা ক্রয় কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা খাদ্য বিভাগ সূত্রে, চলতি মৌসুমে জেলায় ১২শ টাকা মন অর্থাৎ ৩০ টাকা দরে ১ হাজার ৬৭৫ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা দরে ৬ হাজার ৭৬১ সিদ্ধ চাল আগামী ৩১ আগস্ট পর্যন্ত ক্রয় করা হবে। অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, চাল কল মালিক গ্রুপ, আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে