সাপাহারে সদাগর এক্সপ্রেস লিমিটেডের শাখা ও প্রতিনিধি সম্মেলন

প্রকাশিত: মে ৬, ২০২৩; সময়: ২:৫৯ অপরাহ্ণ |
সাপাহারে সদাগর এক্সপ্রেস লিমিটেডের শাখা ও প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সাপাহার : “দ্রুত নিরাপদ সেবাই আমাদের মূল লক্ষ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে আম মৌসুম উপলক্ষে সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস-এর শাখা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরের থানা রোডে একটি আম আড়ত ঘরে সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের সাপাহার শাখা এজেন্ট রনি চৌধুরীর আয়োজনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় এ উপজেলা হতে চলতি আম মৌসুমে কুরিয়ার সার্ভিসের মধ্যমে দেশের বিভিন্ন স্থানে আম সরবহারের বিভিন্ন সুযোগ, সুবিধা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে অনলাইন আম ব্যবসায়ী ও স্থানীয় আম ব্যবসায়ীদের সাথে উম্মুক্ত আলোচনা করেন সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের চীফ অপারেটিং অফিসার এমদাদুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (উত্তর বঙ্গ) ইব্রাহীম হোসাইন।

এসময় বিশিষ্ট ব্যবসায়ী মোজাহারুল হক চৌধুরী, উপজেলার অনলাইন আম ব্যবসায়ী ও স্থানীয় আম ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে