মহাদেবপুরে চিত্রায়িত হলো রবীন্দ্র গানের মিউজিক ভিডিও
প্রকাশিত: মে ৫, ২০২৩; সময়: ৪:৩২ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে চিত্রায়িত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় একটি গানের মিউজিক ভিডিও।
গত বৃহস্পতিবার (৪ মে) মহাদেবপুর উপজেলার বিভিন্ন লোকেশন ও ঐতিহাসিক বলিহার রাজবাড়ীতে এ মিউজিক ভিডিওর চিত্র ধারণ করা হয়।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ। এতে মডেল হয়েছেন নবাগত মডেল মানসুরা সাঈদ ও এস এ উজ্জল।
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আগামী ৮ মে এ মিউজিক ভিডিওটি মুক্তি পাবে বলে জানা গেছে।