চারঘাট ও গোদাগাড়ীতে জেলা ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: মে ৪, ২০২৩; সময়: ৭:০২ অপরাহ্ণ |
চারঘাট ও গোদাগাড়ীতে জেলা ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা ডিবি পুলিশের চারঘাট ও গোদাগাড়ীতে পৃথক দুই অভিযানে মদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ৩ মে বুধবার ও বৃহস্পতিবার দুই উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য নিশ্চিৎ করেন জেলা ডিবি।

জানা গেছে, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে এসআই ইনামুল ইসলাম ও এসআই নাছিম উদ্দিনসহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় গত বুধবার রাতে গোদাগাড়ী রামনগর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো ইসাহাক আলী (৩৩) নামের এক মাদক কারবারি। এসময় তাকে ৩০০ পিচ ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ইসাহাক উপজেলার রামনগর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে, জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল হাই, পিপিএম নেতৃত্বে পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকার ও এসআই মাহবুব রহমানসহ সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে চারঘাট শিবপুর গ্রামে অভিযান চালায়। এসময় ৩০ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির টাকাসহ হাতে নাতে গ্রেপ্তার করে শান্ত ইসলাম (২৫) কে। শান্ত চারঘাট শিবপুর গ্রামের নজরুলের ছেলে। সে র্দীঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে গ্রেপ্তারের পরে ডিবি পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় শান্ত ও এক পলাতক আসামীর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী জেলায় মাদক বিরোধী অভিযান জেলা ডিবি পুলিশের অব্যহত রয়েছে বলে জানান জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল হাই পিপিএম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে