চার সিটির প্রার্থীদের সতর্ক করলো ইসি

প্রকাশিত: মে ৪, ২০২৩; সময়: ১১:১৬ পূর্বাহ্ণ |
চার সিটির প্রার্থীদের সতর্ক করলো ইসি

পদ্মাটাইমস ডেস্ক : চার সিটি করপোরেশন ভোটে প্রার্থীদের সতর্ক করল নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি মনোনয়নপত্র জমা দিতে এসে শোডাউন দেওয়ায় গাজীপুর সিটির ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীকে শোকজ করেছে ইসি। এরই ধারাবাহিকতায় চার সিটির প্রার্থীদের সতর্ক করল ইসি।

প্রার্থীদের উদ্দেশ্যে জারি করা চিঠিতে ইসি জানায়, আগামী ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুসারে খুলনা ও বরিশালে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে আর রাজশাহী ও সিলেটে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে।

চিঠিতে আরও বলা হয়েছে, উল্লিখিত সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো কোনো প্রার্থী মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা বা শোডাউন করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর ১১ ও ১৩ বিধি সবাইকে অনুসরণ করতে হবে।

বিধি ১১’তে মিছিল বা শোডাউন সংক্রান্ত বাধা-নিষেধ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল কিংবা শোডাউন করা যাবে না বা প্রার্থী ৫ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না। নির্বাচন-পূর্ব সময়ে কোন মিছিল বা শোডাউন করা যাবে না।

বিধি ১৩’তে বলা হয়েছে- কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বা অন্য কোনো প্রকারের মিছিল বের করতে পারবেন না কিংবা কোনো শোডাউন করতে পারবেন না।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পূর্ব শর্ত আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন। নির্বাচনী এলাকার আচরণ বিধির যথাযথ প্রয়োগ ও প্রতিপালন নিশ্চিত করার দায়িত্ব জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের।

সকল রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীদের বিধি ১১ এবং ১৩ এর আচরণ বিধির যথাযথ প্রয়োগ ও প্রতিপালন নিশ্চিত করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে