ঈশ্বরদীতে রেলওয়ের নতুন ভবন উদ্বোধন
প্রকাশিত: মে ২, ২০২৩; সময়: ৭:৫৯ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে ফলক উন্মোচন ও ফিতা কেটে রেলওয়ে পাকশী বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সেতু কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশন এলাকায় এটির উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আসাদুল হক। ৪৬ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে এ রেলওয়ের ভবনটি নির্মাণ করা হয়েছে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদূল্লাহ, সিরাজ বিশ্বাস, পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ খান, পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন, সেতু প্রকৌশলী (ব্রীজ) আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভবনটি উদ্বোধনের পরে আম গাছের দুইটি চারা রোপণ করেন অতিথিবৃন্দ।