ইউক্রেনে পাঁচ মাসে ২০ হাজার রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র

প্রকাশিত: মে ২, ২০২৩; সময়: ৯:৪৯ পূর্বাহ্ণ |
ইউক্রেনে পাঁচ মাসে ২০ হাজার রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র

পদ্মাটাইমস ডেস্ক : ইউক্রেন যুদ্ধে বিগত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পাঁচ মাসে অন্তত ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে। আর সবমিলিয়ে হতাহত হয়েছে অন্তত ১ লাখ।

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অনুমান করে এ তথ্য জানিয়েছে। আর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সোমবার (১ মে) জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে রুশ সেনাদের নিহত হওয়ার এ আনুমানিক সংখ্যা জানানো হয়েছে। তবে গোয়েন্দারা কীভাবে এ তথ্য সংগ্রহ করেছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।

জন কিরবি জানিয়েছেন, নিহতদের অধিকাংশই রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ওয়াগনারের সৈন্য। উল্লেখ্য, ওয়াগনারের সেনাদের অধিকাংশই জেল খাটা আসামি।

এদিকে, রাশিয়ার ব্যাপক প্রচেষ্টার পরও বাখমুতে প্রবল লড়াই চলছে। কোনো পক্ষই এখানে এখনো কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি। বরং রাশিয়া এ শহরটি দখল করতে গিয়ে ব্যাপক বাধা ও প্রাণহানির মুখোমুখি হয়েছে বলেই ধারণা যুক্তরাষ্ট্রের।

এ বিষয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘মূল কথা হলো, রাশিয়ার আক্রমণ এখানে বরং তাদেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এখানে তারা ব্যাপক প্রাণহানির মুখোমুখি হয়েছে।’

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র আরও জানান, ইউক্রেনের কত সেনা প্রাণ হারিয়েছে সে বিষয়ে তারা কোনো তথ্য দেবেন না। কারণ, এখানে ইউক্রেন ভুক্তভোগী এবং রাশিয়া দখলদার-আক্রমণকারী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে