মদপানের কথা স্বীকার করে যা বললেন নোবেল

প্রকাশিত: মে ২, ২০২৩; সময়: ৯:৩১ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
মদপানের কথা স্বীকার করে যা বললেন নোবেল

পদ্মাটাইমস ডেস্ক : মঞ্চে মাতলামি করার জন্য বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের দিকে জুতা ও বোতল ছুড়ে মারেন দর্শকরা। এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন দুই বাংলার জনপ্রিয় এ গায়ক।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গায়ক হিসেবে আমন্ত্রণ জানানো হয় নোবেলকে।

আয়োজকদের তথ্যমতে, নোবেলের মঞ্চে ওঠার কথা ছিল রাত ৯টায়। কিন্তু তিনি মঞ্চে উঠেন রাত ১১টার পর। তখন মদ্যপ ছিলেন নোবেল। গান গাওয়ার একপর্যায়ে নোবেল মাতলামি ও অসংলগ্ন আচরণ শুরু করেন।

আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। নোবেলের এমন আচরণের কারণে তারা নোবেলকে লক্ষ্য করে জুতা ও পানির বোতল ছুড়ে মারতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নোবেলকে মঞ্চ থেকে নামিয়ে নেন আয়োজকরা।

এ প্রসঙ্গে নোবেল জানান, স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, গানের ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। তাই মদপান করেছিলাম। তবে অতিরিক্ত মদপান করার ধারে-কাছে যাইনি।

সংগীতশিল্পী নোবেল আরও বলেন, এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি অত্যন্ত অনুতপ্ত এবং দুঃখিত। হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চেয়ে নোবেল জানান, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে