সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড নির্মিত মুক্তির সংগ্রাম ভাস্কর্য উদ্বোধন

প্রকাশিত: মে ১, ২০২৩; সময়: ৯:০২ অপরাহ্ণ |
সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড নির্মিত মুক্তির সংগ্রাম ভাস্কর্য উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্মিত “মুক্তির সংগ্রাম” ভাস্কর্য এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে নির্মিত “মুক্তির সংগ্রাম” ভাস্কর্য এর উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম সহ অন্যন্য অতিথিরা।

পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

সাবেক মন্ত্রী পরিষদ সচিন কবির বিন আনোয়ার স্বাগত বক্তব্যে দেয়ার পাশাপাশি অন্যন্যদের মধ্যে দেশবরেণ্য শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. জাফর ইকবাল।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, মহাপরিচালক মো. নুরুল ইসলাম সরকার, সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে