চাঁপাইনবাবগঞ্জে ভয়-ভীতি ও চাঁদাবাজির অপরাধে ১ জন গ্রেপ্তার

প্রকাশিত: মে ১, ২০২৩; সময়: ৮:৩৩ pm |
চাঁপাইনবাবগঞ্জে ভয়-ভীতি ও চাঁদাবাজির অপরাধে ১ জন গ্রেপ্তার

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ভয়-ভীতি ও চাঁদাবাজির অপরাধে তৌফিক নামে ১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের মসজিদপাড়ার মৃত কোরবান আলীর ছেলে তৌফিক (২৪)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী পিপিএম ১ জন আসামি গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাবজায়গীর গ্রামের আলহাজ্ব মাহতাব উদ্দিনের ছেলে বর্তমানে শহরের বালুবাগানে বসবাস ইখতিয়ার উদ্দিনের অভিযোগের ভিত্তিতে ফুলকুড়িঁ স্কুলের কাছে অভিযান চালিয়ে তৌফিক কে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় আসামি আলামিন ও সাগর নামে দু’জন পলাতক আছে। ২৯ এপ্রিল শনিবার বিকেল ৫ টার দিকে অভিযান টি চালানো হয়। রোববার আসামি কে আদালতে প্রেরণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে