‘কঠিন পরীক্ষার’ অপেক্ষায় ছিলেন ডেভিড

প্রকাশিত: মে ১, ২০২৩; সময়: ৫:২০ অপরাহ্ণ |
খবর > খেলা
‘কঠিন পরীক্ষার’ অপেক্ষায় ছিলেন ডেভিড

পদ্মাটাইমস ডেস্ক : শেষ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান। এমন সময় টানা তিন ছক্কা হাঁকিয়ে সমীকরণ মিলিয়েছেন টিম ডেভিড।

এই অজি হার্ড হিটারের নাকি অপেক্ষায় ছিলেন এমন পরীক্ষার। শেষ পর্যন্ত ম্যাচের কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে লেটার মার্ক তুলতে পেরে খুশি তিনি।

২১৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ৮ ওভারে ১০৯ রান লাগত মুম্বাইয়ের। সেখান থেকে সূর্যকুমার যাদবের ২৯ বলে ৫৫ রানের ইনিংসে ম্যাচে টিকে থাকে মুম্বাই। কিন্তু সূর্যকুমার ফেরার পর আবারও চাপে পড়ে দলটি।

তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ৪.২ ওভারে ৬১ রান। পরে তিলক ভার্মা এবং ডেভিডের মুন্সিয়ানায় ম্যাচ বের করে নেয় মুম্বাই। তিলক ২১ বলে ২৯ এবং ডেভিড ১৪ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।

ডেভিড বলেন, ‘আমি অনেক দিন ধরেই এমন একটা ইনিংস খেলার অপেক্ষায় ছিলাম। শেষ ওভারে আমি একটু সামনে এগিয়ে গিয়ে খেলতে চেয়েছি।

চেয়েছি বলের অ্যাঙ্গেল কমিয়ে আনতে আর শট খেলতে। শেষের দিকে ব্যাটিং করার মজাই আলাদা। এমন জয়ের অনুভূতিটা সত্যিই অনন্য।’

‘আমাদের দল জয়ের চেষ্টা করছিল। দর্শকেরা আমাদের জন্য উন্মাতাল হয়ে গিয়েছিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই অনুভূতিটা সত্যিই দারুণ।’-আরও যোগ করেন এই অজি ব্যাটার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে