বাংলাদেশ সফরে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং

প্রকাশিত: মে ১, ২০২৩; সময়: ৫:০৬ pm |
খবর > জাতীয়
বাংলাদেশ সফরে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং

পদ্মাটাইমস ডেস্ক : চার দিনের সফরে বাংলাদেশে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রুপুন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রোববার (৩০ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রুপুন ১১ মে বাংলাদেশ সফরে আসবেন। সফর শেষে ১৪ মে (রোববার) তার ফিরে যাওয়ার কথা রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’ এর ধারা-২ এর দফা ক-তে দেওয়া ক্ষমতাবলে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রুপুনকে ১১ থেকে ১৪ মে পর্যন্ত বাংলাদেশ সফরকালীন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে