সিরাজগঞ্জে মহান মে দিবস পালন

প্রকাশিত: মে ১, ২০২৩; সময়: ২:৫৯ pm |
সিরাজগঞ্জে মহান মে দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : “শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ জেলা শ্রম কল্যাণ অধিদপ্তরের আয়োজনে প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ- ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপ্রতি রায়, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. কে এম হোসেন আলী হাসান, শ্রম কল্যান অধিদপ্তরের শ্রম কর্মকর্তা এখলাছুর রহমানসহ বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে